বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত ভারতেই থাকছেন

Bangladesh Sheikh Hasina

FILE IMAGE- Bangladesh's Prime Minister Sheikh Hasina speaks during a press conference in Dhaka, Bangladesh, on Jan. 6, 2014. Source: AP / Rajesh Kumar Singh/AP

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত ভারতে রয়েছেন, জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।


ঢাকায় যেদিন আওয়ামী লিগের সভানেত্রী শেখ হাসিনা সহ বেশ কিছু জনের বিরুদ্ধে আন্তর্জার্তিক ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে ,সেই দিনই এই প্রতিক্রিয়া এসেছে। অন্যদিকে ,বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ঢাকার একটি বেসরকারি চ্যানেলে জানিয়েছেন প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে।  ২০১৩ সালের ২৮ জানুয়ারি,ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই দাবি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।  

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 




 

Share