স্বাধীন ধারার চলচ্চিত্রে যেভাবে নিজের ভাষা নির্মাণের চেষ্টা করছেন হুমায়রা

Humaira 2.png

Bangladeshi filmmaker Humaira Bilkis is carving out her distinct voice in independent cinema. Credit: Humaira Bilkis

গল্প বলার কৌশল, দৃশ্যগত নান্দনিকতা এবং বিষয়গত গভীরতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে স্বাধীন সিনেমায় হুমায়রা বিলকিস তার স্বতন্ত্র কণ্ঠস্বর তৈরি করছেন।


বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস নির্মিত 'থিংস আই কুড নেভার টেল মাই মাদার' চলচ্চিত্রটি সম্প্রতি ইউনিভার্সিটি টেকনোলজি সিডনির উদ্যোগে প্রদর্শিত হয়েছে।

নন-ফিকশন এই ছবির গল্প ব্যক্তিগত এবং অনানুষ্ঠানিক।

যে কারণে এর নির্মাণ ব্যতিক্রমী তা হলো প্রচলিত নিয়মের বাইরে গিয়ে গল্প বলার উদ্ভাবনী কৌশল, ন্যূনতম সিনেমাটোগ্রাফি, লাইটিং, ফ্রেমিং এবং প্রতীকের ব্যবহার - যার মাধ্যমে চলচ্চিত্রের ভাষাকে তিনি পুনরায় সংজ্ঞায়িত করতে চেষ্টা করেছেন।

হুমায়রা গণযোগাযোগ ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন এবং নিউ দিল্লির শ্রী আরবিন্দ সেন্টার ফর আর্টস অ্যান্ড কমুনিকেশন থেকে ক্রিয়েটিভ ডকুমেন্টারি প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

এর আগে তিনি আই এম ইয়েট টু সি দিল্লি, বাগানিয়া এবং ডিয়ার মম নামে আরো তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

থিংস আই কুড নেভার টেল মাই মাদার ছবিটি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নির্মাতা হুমায়রা বিলকিস এবং চলচ্চিত্র নির্মাতা-গবেষক এবং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মিডিয়া এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর ড. ইমরান ফিরদাউস।

এখানে প্রকাশিত হলো তাদের সাথে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।

সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনতে

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন 

চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 


Share

Recommended for you