ঢাকা এবং কলকাতায় ১৮ জানুয়ারি, ২০২৪ মুক্তি পেয়েছে মোশাররফ করিমের নতুন ছবি হুব্বা। রাজনৈতিক প্রশ্রয়ে একজন ক্লাস থ্রি-র ড্রপআউট কীভাবে মাফিয়া হয়ে ওঠে এবং টানা দেড় দশক কার্যত রাজত্ব চালানোর পর, রাজনীতির অঙ্গুলি হেলনে খুন হয়ে যায়, সে গল্পই উঠে এসেছে হুব্বা ছবিতে। দেখানো হয়েছে, কীভাবে রাজনীতির লোকজন এই সব আন্ডার ওয়ার্ল্ডের লোকেদের ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দেয়।
Credit: Friends Communication
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS