হুব্বা নিয়ে যা বললেন পরিচালক ব্রাত্য বসু ও অভিনেতা মোশাররফ করিম

Hubba film poster

Credit: Friends Communication

দু’পাড় বাংলার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এবার ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার খুন হয়ে যাওয়া এক মাফিয়ার চরিত্রে অভিনয় করেছেন। ছবির নাম হুব্বা। পরিচালক ব্রাত্য বসু, যিনি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী আবার পরিচিত নাট্যকার-পরিচালক ও অভিনেতাও । অভিনেতা মোশাররফ করিম এবং পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছেন এসবিএস বাংলার কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়।


ঢাকা এবং কলকাতায় ১৮ জানুয়ারি, ২০২৪ মুক্তি পেয়েছে মোশাররফ করিমের নতুন ছবি হুব্বা। রাজনৈতিক প্রশ্রয়ে একজন ক্লাস থ্রি-র ড্রপআউট কীভাবে মাফিয়া হয়ে ওঠে এবং টানা দেড় দশক কার্যত রাজত্ব চালানোর পর, রাজনীতির অঙ্গুলি হেলনে খুন হয়ে যায়, সে গল্পই উঠে এসেছে হুব্বা ছবিতে। দেখানো হয়েছে, কীভাবে রাজনীতির লোকজন এই সব আন্ডার ওয়ার্ল্ডের লোকেদের ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দেয়।
Hubba - film poster
Credit: Friends Communication
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share