বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে এখন যে বন্যা পরিস্থিতি চলছে, তাকে অনেকেই বলছেন নিকট ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা । করোনাভাইরাস মহামারির মধ্যে এই বন্যা মানুষের জীবনে নতুন ধরণের দুর্ভোগ নিয়ে এসেছে। প্রতি বছরই বাংলাদেশের কোনো না কোনো অঞ্চল বন্যায় ভাসে। এবারের বন্যায় বাংলাদেশের প্রায় ৩৭ শতাংশ অঞ্চল পানিতে তলিয়ে গেছে।এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কি সম্ভব এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মেলবোর্ন বিশবিদ্যালয়ের স্কুল অফ জিওগ্রাফির এমফিল গবেষক দিলরুবা খানম। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।