কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর সময়ে কেমন হচ্ছে আন্তর্জাতিক ভ্রমণ?

MD Irteja Islam

Source: MD Irteja Islam

করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর কারণে আন্তর্জাতিক সীমান্তগুলো বন্ধ ছিল নানা সময়ে। অস্ট্রেলিয়াও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি এসব নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে এবং অনেকেই অস্ট্রেলিয়ার বাইরে যাওয়া-আসা করছেন। কেমন হচ্ছে তাদের অভিজ্ঞতা? কোভিড-১৯ এর কারণে বিভিন্ন নিয়ম মেনে তারা কীভাবে ভ্রমণ করছেন? এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট, মোহাম্মদ ইরতেজা ইসলাম। সম্প্রতি তিনি বাংলাদেশ ঘুরে এসেছেন।


মোহাম্মদ ইরতেজা ইসলামের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on . 


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share