ক্যানবেরায় আন্তর্জাতিক নারী দিবস পালন করলো ‘আলো এনলাইটেনড উইমেন ইনক’

৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে ১৪ মার্চ রবিবার ক্যানবেরায় উদযাপিত হলো ‘আলো ইউ এনলাইটেন মি’ অনুষ্ঠান।

৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে ১৪ মার্চ রবিবার ক্যানবেরায় উদযাপিত হলো ‘আলো ইউ এনলাইটেন মি’ অনুষ্ঠান। Source: Alo Enlightened Women Incorporated/Lubna

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ১৪ মার্চ রবিবার ক্যানবেরায় উদযাপিত হলো ‘আলো ইউ এনলাইটেন মি’ অনুষ্ঠান। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন এর অন্যতম আয়োজক, ‘আলো এনলাইটেনড উইমেন ইনক’ এর প্রতিষ্ঠাতা ড. লুবনা আলম।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • ক্যানবেরায় CALD জনগোষ্ঠী পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করে ‘আলো এনলাইটেনড উইমেন ইনক’।
  • লিঙ্গ সমতা, নারী নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে এই সংগঠনটি।

অস্ট্রেলিয়ায় ভাষা ও সংস্কৃতিগত দিক থেকে বৈচিত্রময় জনগোষ্ঠী বা সংক্ষেপে CALD জনগোষ্ঠী নিয়ে কাজ করছে ‘আলো এনলাইটেনড উইমেন ইনক’।
অস্ট্রেলিয়ায় ভাষা ও সংস্কৃতিগত দিক থেকে বৈচিত্রময় জনগোষ্ঠী বা সংক্ষেপে CALD জনগোষ্ঠী নিয়ে কাজ করছে ‘আলো এনলাইটেনড উইমেন ইনক’। Source: Alo Enlightened Women Incorporated/Lubna Alam
অস্ট্রেলিয়ায় ভাষা ও সংস্কৃতিগত দিক থেকে বৈচিত্রময় জনগোষ্ঠী বা সংক্ষেপে CALD জনগোষ্ঠী নিয়ে কাজ করছে ‘আলো এনলাইটেনড উইমেন ইনক’। এর প্রতিষ্ঠাতা ড. লুবনা আলম এসবিএস বাংলাকে বলেন,

“আমরা ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা শুরু করেছি ক্যানবেরায়। যেহেতু এবারের ইউএন থিম ছিল ‘উইমেন ইন লিডারশিপ, অ্যাচিভিং এন ইকোয়াল ফিউচার ইন এ কোভিড-১৯ ওয়ার্ল্ড’, আমাদের এই অনুষ্ঠানটিকে আমরা সাজিয়েছিলাম উইমেন ইন লিডারশিপের ওপরে।”
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন,

“আমাদের লক্ষ্য হচ্ছে CALD নারীদের নিয়ে কাজ করা এবং কিছু গ্যাপ এরিয়ায় কাজ করা। আমরা রিসার্চ করে এবং কমিউনিটি কনসালটেশনের পরে কিছু দিক ঠিক করেছি যে, তিনটা দিকে আমাদের সংগঠনটি কাজ করবে। প্রথমত, আমরা জেন্ডার ইনইকোয়ালিটি নিয়ে কাজ করবো, দ্বিতীয়ত আমরা ফাইন্যান্সিয়াল এবং ডিজিটাল লিটারেসি নিয়ে কাজ করবো এবং তৃতীয়ত, আমরা উইমেন ইন টেকনোলজি নিয়ে কাজ করবো।”

ড. লুবনা আলম মেলবোর্নে ডেকিন ইউনিভার্সিটিতে ইনফরমেশন সিস্টেম-এর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন।

ড. লুবনা আলমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share