মনোমুগ্ধকর গানে মেলবোর্নের দর্শক-শ্রোতাদের মাতিয়ে গেলেন শ্রীকান্ত আচার্য

Shrikanto pic 1.png

মেলবোর্নের এক মিলনায়তনে গান পরিবেশন করছেন সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য। Source: SBS

গুণী সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য এখন সহশিল্পীদের নিয়ে অস্ট্রেলিয়া সফর করছেন। সিডনি ও ব্রিসবেনে তাঁর গানের অনুষ্ঠানের কথা রয়েছে, আর গত সপ্তাহে সুর-ছন্দের আয়োজনে মেলবোর্নের হলভর্তি দর্শক-শ্রোতাদের গান শোনালেন তিনি।


সংগীতকে পেশা হিসেবে নিয়েছিলেন প্রায় পঁচিশ বছর আগে, তবে এখনও শ্রোতাদের কাছে একইরকম প্রিয় শ্রীকান্ত আচার্যের গান।

সহশিল্পীদের নিয়ে এখন অস্ট্রেলিয়া ভ্রমণ করছেন তিনি। তারই অংশ হিসেবে গত শনিবারে মেলবোর্নের পশ্চিমে এক মিলনায়তনে আয়োজিত হয়েছে তাঁর গানের অনুষ্ঠান।

রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, চলচ্চিত্রের গান ও গজলসহ সংগীতের নানা ধারা ও শাখায় সমানভাবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এসবিএস বাংলাকে তিনি জানালেন,
এর মাঝেও তবু রবীন্দ্রসঙ্গীতের আলাদা জায়গা রয়েছে তাঁর কাছে।

সুর-ছন্দ মেলবোর্নের আয়োজনে সেদিন হল-ভর্তি দর্শক মুগ্ধ হয়ে শুনেছে শ্রীকান্ত আচার্য-র গান। কিশোর থেকে প্রৌঢ়, দর্শকতালিকায় দেখা গেছে সববয়েসীদেরই। এমনকি তের বছরের ছোট্ট নোমান, যার জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই, সে-ও চলে এসেছে মায়ের সাথে তাঁর গান শুনতে, গাড়ির মিউজিক সিস্টেমে শুনে শুনে যার প্রিয় শিল্পী এখন শ্রীকান্ত আচার্য।
Noman with Srikanta.jpeg
প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য-র সঙ্গে তের বছরের নোমান আহমাদ। Source: Supplied / Ummeh Taslima Arju
এসবিএস বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণ করেন গানের ভুবনে তাঁর প্রথম পদার্পণের কথা। সেই সাথে তিনি আরও বলেন, “এই বদলে যাওয়া সময়ের সঙ্গে আমি আমার আধুনিক গানকে কীরকম চেহারা দিবো, সেটা নিয়েও নিরন্তর ভেবে চলেছি।“

শ্রীকান্ত আচার্য-র সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
আমাদেরকে অনুসরণ করুন দেখুন আমাদের 

Share