“বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আবাসনের প্রতি আরও মনোযোগী হওয়া উচিত”

UNIVERSITY STOCK

Tertiary students at the University of Melbourne in Melbourne, Wednesday, May 8, 2012. (AAP Image/Julian Smith) NO ARCHIVING Source: AAP / /AAPIMAGE

২০২৪-২০২৫ অর্থবছরে অস্ট্রেলিয়ায় অভিবাসন ও ভিসার নিয়ম পরিবর্তনের কয়েকটি দিক নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান।


অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো যদি অধিক সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী আনতে চায়, তাহলে সেসব শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থাও সেই বিশ্ববিদ্যালয়কেই করতে হবে। এ রকম একটি কথা বলেছেন ট্রেজারার জিম চ্যালমার্স। এর সঙ্গে একমত পোষণ করে রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান বলেন,

“বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আবাসনের প্রতি আরও মনোযোগী হওয়া উচিত। এতে করে স্টুডেন্টরা যারা বিদেশ থেকে আসবে, তারা কোথায় থাকবে, এ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না।”

“তবে, রাতারাতি এ পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। কারণ, এটা এত সহজ নয়। সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক হয়ে পরিকল্পনা করলে এই সমাধানটুকু আসতে পারে।”

কাউসার খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

বিশেষ দ্রষ্টব্য:

এখানে যে তথ্য দেওয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরও প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান, তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন।

আপনি কীভাবে একজন মাইগ্রেশনএজেন্ট খুঁজে পাবেন সেজন্য ভিজিট করুন:

আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোমঅ্যাফেয়ার্স:


Share