'বাড়ির নাম শাহানা' চলচ্চিত্রে নারীর দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করেছেন লীসা গাজি-আনন সিদ্দিকা; ১ম পর্ব

BNS Poster 2 hi-res.jpeg

Indian Film Festival of Melbourne 2024 has featured Bangladeshi film 'A House Named Shahana' in the Sub Continent section. Credit: Leesa Gazi

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন ২০২৪ -এর আসরে সাব কন্টিনেন্ট বিভাগে কয়েকটি বাংলাদেশি ছবি স্থান পেয়েছে যার মধ্যে একটি হচ্ছে 'বাড়ির নাম শাহানা' বা 'আ হাউস নেমড শাহানা'।


'বাড়ির নাম শাহানা' ছবিটির অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ডিস্ট্রিবিউটর স্ক্রিনস্কোপের সৌজন্যে অস্ট্রেলিয়ান দর্শকরা শিগগিরই প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।

ছবিটি নির্মাণ করেছেন লীসা গাজী এবং তার সাথে যৌথ ভাবে চিত্রনাট্য লিখেছেন আনন সিদ্দিকা, তিনি ছবির মূল চরিত্রেও অভিনয় করেছেন।

নির্মাতা লীসা গাজী এবং অভিনেত্রী আনন সিদ্দিকা এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ছবিটি নিয়ে।

এখানে প্রকাশিত হলো সাক্ষাৎকারটির প্রথম পর্ব, শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে।

ভিজিট করুন আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন 
চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





Share