স্ক্যানলন ফাউন্ডেশনের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, মাল্টিকালচারিজমের প্রতি ইতিবাচক মনোভাবের বিষয়টি সবার উপরে রয়েছে। তবে, অভিবাসন এবং বড় বড় ধর্মের প্রতি নেতিবাচক মনোভাব দেখা গেছে।
সোশ্যাল কোহেশন বা সামাজিক আসঞ্জন, আরও সহজ করে বললে, এটি হলো সবাই মিলে একত্রে মিলেমিশে থাকা। দেখা যাচ্ছে, এটি এমনই একটি টার্ম বা পরিভাষা, এ বছর যা অস্ট্রেলিয়ার রাজনীতিতে বারবার ঘুরে ফিরে এসেছে এবং এটিকে এড়ানো যাচ্ছে না।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।