সামাজিক সম্প্রীতি কী? আজকাল এটি কীভাবে পরিমাপ করা হয়?

Australia's social cohesion is said to have been strained in recent months (AAP).jpg

Australia's social cohesion is said to have been strained in recent months (AAP). Source: AAP / Catriona Stirrat

Get the SBS Audio app

Other ways to listen


Published 13 August 2024 2:33pm
By Rania Yallop, Ewa Staszewska
Presented by Sujan Chakraborty
Source: SBS

Share this with family and friends


সামাজিক সংহতি একটি বহুল ব্যবহৃত ‍শব্দ যা আপনিও শুনে থাকবেন। কিন্তু এর অর্থ আসলে কী? এবং এটি কীভাবে পরিমাপ করা যেতে পারে?


এই মুহূর্তে ‘সামাজিক সংহতি’ রাজনীতিবিদদের খুব পছন্দের শব্দগুলোর একটি।

আপাতদৃষ্টিতে কোনও সমস্যার ছাড়াই মানুষের একসাথে ভালোভাবে মানিয়ে চলা বা সহাবস্থানকে সামাজিক সংহতি বলে মনে হতে পারে।

১৯৭২ সালে গফ হুইটলাম লেবার পার্টির নির্বাচনী প্রচার শুরু করতে গিয়ে প্রথম অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ হিসেবে এই শব্দটি ব্যবহার করেছিলেন।

৯০ এর দশকে এই শব্দটি জনপ্রিয়তা লাভ করে বলে জানান অস্ট্রেলিয়ান মাল্টিকালচারাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ফেডারেল সরকারের মাল্টিকালচারাল ফ্রেমওয়ার্ক রিভিউয়ের চেয়ারম্যান ড. হাস ডেলাল।

এই টার্মটির কোন নির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও বিভিন্ন সময়ে এর ব্যবহার লক্ষণীয়।

১৯ শতকের শেষের দিকে এটিকে সামাজিক দ্বন্দ্বের পরিবর্তে শক্তিশালী সামাজিক সম্পর্কের স্বরুপ হিসেবে বর্ণনা করা হয়েছে।

অন্যদিকে যৌথ মূল্যবোধ, বৈষম্যহীন সমাজ এবং সকল স্তরের মানুষেরা একই সম্প্রদায়ের অংশ মনে করাকে সামাজিক সংহতি হিসেবে দেখা হয়েছে।

ড. ডেলাল মনে করেন সামাজিক সংহতির মূলভিত্তি অন্তর্ভুক্তি বা অংশগ্রহণ।
বিংশ শতাব্দীর প্রথম দশকের মাঝামাঝি সময়ে, স্ক্যানলন ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট সামাজিক সংহতি পরিমাপ করা শুরু করে।

তারা এর পাঁচটি ক্ষেত্র নির্ধারণ করে: মূল্য, সামাজিক ন্যায়বিচার, গ্রহণযোগ্যতা, অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ।

প্রতিবছর তারা একটি জরিপ করে এবং সামাজিক সংহতির স্ক্যানলন সূচক তৈরি করে।

স্ক্যানলন ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের সিইও, অ্যানথিয়া হ্যানককস জানান এই সূচক বর্তমানে হ্রাসমান।

২০০৭ সালের প্রথম রিপোর্টে এই সূচক ১০০-এ সেট করা হয়েছিল।

২০২৩ সালে সামগ্রিক স্কোর ছিল ৭৮, যেখানে সামাজিক অন্তর্ভুক্তি এবং ন্যায়বিচার, এবং গ্রহণযোগ্যতা ও প্রত্যাখ্যানের ক্ষেত্রে সবচেয়ে বড় পতন দেখা গেছে।

মহামারির সময়, সূচকটি পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ৯৩ এ পৌঁছেছিল।

মিজ হ্যানককস বলেন, মহামারি মোকাবিলায় সরকারের পদক্ষেপ এই স্কোরকে আরও বাড়িয়ে দিয়েছিল।

৭ই অক্টোবর থেকে সামাজিক সংহতি নিয়ে উদ্বেগ বাড়ছে সরকারের পক্ষ থেকে।

সমাজে বেড়ে যাওয়া ইহুদি বিদ্বেষ এবং ইসলামভীতি সম্পর্কিত রিপোর্টের পরিপ্রেক্ষিতে, তারা পিটার খলিলকে একটি বিশেষ দূত হিসেবে নিয়োগ করেছে।

যদিও বৈশ্বিক কারণগুলি সামাজিক সংহতিতে প্রভাব ফেলতে পারে, তথাপি মিজ হ্যানকক্স অর্থনৈতিক অবস্থাকেই সমতার ভিত্তি বলে মনে করেন।

কিন্তু বহুসংস্কৃতিবাদের প্রতি অস্ট্রেলিয়ার দৃষ্টিভঙ্গি ইতিবাচক রয়েছে বলেও জানান ‍তিনি।

ড. ডেলাল -এর মতে, কেবল সূচক সেট করে ‍দিলেই একটি সংহত সমাজ নির্মান করা সম্ভব নয়।

পাশাপাশি সমাজের নেতিবাচক অভিজ্ঞতাগুলোকেও স্বীকার করা গুরুত্বপূর্ণ বলে জানান ড. ডেলাল।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
 পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন  চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।


Share