বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্কুল (বিএলসিএস) মেলবোর্নের প্রথমদিককার বাংলা স্কুলগুলোর অন্যতম। এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট ডঃ নওশাদ হক বলেন তারা নতুন প্রজন্মের বাংলাভাষী শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা এবং সংস্কৃতি প্রতি আগ্রহ সৃষ্টি করছেন। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে প্রোজেক্ট ভিত্তিক কার্যক্রম চালু করেছেন। তাছাড়া নাচ-গানের মাধ্যমেও নিজ সংস্কৃতিকে তুলে ধরেছেন ।

Dr Nawshad Haque Source: Dr Nawshad Haque

Bangladeshi community members Source: Supplied