“বাচিক জায়গা শক্ত না হলে চরিত্র অনুযায়ী অভিনয় করা যায় না”

1.jpg

বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা ও সাংস্কৃতিক কর্মী পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “বাচিক জায়গা শক্ত না হলে চরিত্র অনুযায়ী অভিনয় করা যায় না” Source: Supplied / Pijush Bannerjee

বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা ও সাংস্কৃতিক কর্মী পীযূষ বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে। তার সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্বটি শোনার জন্য উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share