ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে অগ্রগতি হবে কিনা তা নির্ভর করবে পুতিনের উপর: আতিকুর রহমান

Anti-War Protest In Berlin As Ukraine Situation Simmers

Protesters dressed as Russian President Vladimir Putin, U.S. President Joe Biden and Ukrainian President Volodymyr Zelensky on 9 February, 2022 in Germany. Source: Getty Images Europe

বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব এ কে এম আতিকুর রহমান একান্ত সাক্ষাৎকারে বলেছেন কূটনীতিক হিসেবে তিনি কীভাবে দেখছেন এই সংকটকে।


এ কে এম আতিকুর রহমান বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব। কূটনীতিক হিসেবে ইউরোপসহ বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করেছেন। দেশের বাংলা ও ইংরেজি দৈনিকে নিয়মিত লেখালেখি করেন। টেলিভিশন চ্যানেলের টক শো-তেও বিশ্লেষক হিসেবে অংশ নিয়ে থাকেন। এসবিএস বাংলার সঙ্গে যুক্ত হয়ে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
এ কে এম আতিকুর রহমান বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব
এ কে এম আতিকুর রহমান বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব Source: এ কে এম আতিকুর রহমান
তার পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।  

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share