নাট্যনির্দেশক শাহীন শাহনেওয়াজ বলেন, “এটাই সবচেয়ে বড় কথা, সিডনিতে নাটক হচ্ছে, থিয়েটার হচ্ছে”

Kittonkhola 1.jpeg

সিডনিতে গত ২ মার্চ, ২০২৪ মঞ্চস্থ হলো ‘কিত্তনখোলা’। নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা এই নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহীন শাহনেওয়াজ। আর, এটি প্রযোজনা করেছে সিডনির ‘শখের থিয়েটার’। Source: Supplied / Shaheen Shahnewaz

সিডনিতে সম্প্রতি মঞ্চস্থ হলো ‘কিত্তনখোলা’। নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা এই নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহীন শাহনেওয়াজ। আর, এটি প্রযোজনা করেছে সিডনির ‘শখের থিয়েটার’। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন নাট্যনির্দেশক শাহীন শাহনেওয়াজ।


নাট্যনির্দেশক শাহীন শাহনেওয়াজের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Sheen Shahnewaz.jpeg
নাট্যনির্দেশক শাহীন শাহনেওয়াজ বলেন, “ঢাকা থিয়েটারে জয়েন করি সেই ১৯৮০ সালে। সেই থেকে আমি ঢাকা থিয়েটার করি। এখনও ঢাকা থিয়েটারের মেম্বার। ঢাকা থিয়েটারে এখনও প্রাণটা পড়ে থাকে; যার জন্য এখানে এসেও নাটক করছি।” Source: Supplied / Shaheen Shahnewaz
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share