“যে কোনো কাজেই প্রয়োজন হয় আন্তরিকতা, মানুষের সাথে মেশার ক্ষমতা এবং ভাষাগত দক্ষতা”

344800739_196379523307869_6544265445976889876_n.jpg

পেশাজীবনে কেউ কী অর্জন করতে চায়, সেই লক্ষ্য ঠিক করে নিয়ে পড়াশোনা ও পরিশ্রম করার ব্যাপারে জোর দেন এভিয়েশান ইঞ্জিনিয়ার তাশরীফ মাহমুদ। Credit: Tashrif Mahmud

নর্দার্ন টেরিটরির চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থী তাশরীফ মাহমুদ। লেখাপড়ার সাথে সাথেই সম্প্রতি এভিয়েশান প্রতিষ্ঠান এয়ার নর্থে টেকনিক্যাল সার্ভিস ইঞ্জিনিয়ার পদে যোগ দিয়েছেন তিনি। এসবিএস বাংলার সঙ্গে তিনি কথা বলেছেন ডারউইনে থাকার অভিজ্ঞতা এবং তাঁর পেশায় আসতে আগ্রহীদের জন্যে কিছু পরামর্শ নিয়ে।


বাংলাদেশে থাকাকালীন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপরে স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করে কয়েক বছর নভো-এয়ারে কাজ করেছেন তাশরীফ মাহমুদ।

পরবর্তীতে চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়াকালীন সময়েই তাশরীফ এয়ার নর্থে প্রকৌশলী হিসেবে যোগ দেন।

পেশাজীবনে কেউ কী অর্জন করতে চায়, সেই লক্ষ্য ঠিক করে নিয়ে পড়াশোনা ও পরিশ্রম করার ব্যাপারে জোর দিয়েছেন তিনি।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share