সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন এবং পার্থে হাজার হাজার লোক কোভিড-১৯ নিষেধাজ্ঞা ও ভ্যাকসিন ম্যানডেটের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে।
মেলবোর্নে, ভিক্টোরিয়ান পার্লামেন্টের বাইরে কয়েক দিন ধরে ক্যাম্প করেছে প্রতিবাদকারীরা। তবে, ২০ নভেম্বর, শনিবার তাদের সঙ্গে যোগ দিয়েছে আরও হাজার হাজার লোক।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
পুলিশ পরিবেষ্টিত হয়ে তারা শহরে মিছিল করেছে। তারা দাবি জানিয়েছে ভিক্টোরিয়ার বিতর্কিত প্যান্ডেমিক বিলটি বাতিল করার জন্য।
এই মিছিলের নেতৃত্বে ছিলেন ইনডিপেন্ডেন্ট এমপি ক্যাথেরিন কামিং। ভ্যাকসিন ম্যানডেট বাতিল করার জন্য তিনি রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান।
একটি আন্তর্জাতিক প্রতিবাদ দিবসের অংশ হিসেবে, এই তথাকথিত “ফ্রিডম র্যালি”টি অনুষ্ঠিত হয়েছে প্রায় সবগুলো ক্যাপিটাল সিটিতে।
সিডনির হাইড পার্কে বিক্ষোভ করে হাজার হাজার প্রতিবাদকারী। সেখানে ইউনাইটেড অস্ট্রেলিয়া পার্টি লিডার ক্রেইগ কেলি জনতার উদ্দেশে বলেন, আপনারা মুক্ত সমাজে বাস করেন না, আপনারা বাস করেন একটি বন্দি শিবিরে।
এদিকে, ভিক্টোরিয়ান সরকারের জন-স্বাস্থ্য বিষয়ক পদক্ষেপগুলোর সমর্থনে মেলবোর্নে একটি কাউন্টার-প্রটেস্ট বা প্রতিবাদ-বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরস্পর-বিরোধী কর্মসূচি পালনকারী এই দল দু’টিকে আলাদা রাখার জন্য প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারপরও, এদের মিছিল যখন পরস্পরকে অতিক্রম করে, তখন কিছুটা উত্তেজনা দেখা দেয়।
কাউন্টার প্রটেস্টের আয়োজক মিজ নাউই হিমুনেজ বলেন, তাদের কর্মসূচির লক্ষ্য ছিল স্বাস্থ্য কর্মীদের পাশে দাঁড়ানো এবং এটা দেখানো যে, ভ্যাকসিন ও লকডাউন বিরোধী কর্মসূচি সকল ভিক্টোরিয়ান সমর্থন করে না।
সাম্প্রতিক নিউজ পোলস-এ দেখা যায়, ড্যানিয়েল অ্যান্ড্রুজের প্রতি সমর্থন প্যান্ডেমিকের সময়ে আসলে বেড়েছে। তবে, প্যান্ডেমিক-বিল বিরোধী প্রতিবাদকারীরা প্রতিবাদ কর্মসূচির বিরোধীদেরকে শেষ পর্যন্ত ম্লান করে দিয়েছে।
উভয় পক্ষই আগামী কয়েক দিনের মাঝে পুনরায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী নিয়ে বর্তমানে যেসব স্বাস্থ্য-সেবা ও সহায়তা পাওয়া যায়, সে-সব সম্পর্কে আপনার ভাষায় জানতে ভিজিট করুন
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।