স্বাধীন চলচ্চিত্র নির্মাণ ও চর্চ্চাকে আরও এগিয়ে নিতে চান শরিফুল ইসলাম শাওন। তিনি মনে করেন, অন্যান্য স্টার্ট-আপের মতো তার স্ট্রীমিং প্ল্যাটফর্মটির জন্য আছে নানা চ্যালেঞ্জ।
এ সত্ত্বেও স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'লাগ্ ভেলকি' নিয়ে এগিয়ে যেতে চান শরিফুল। এসবিএস বাংলার সাথে তার প্রকল্প নিয়ে উচ্চাশা আরও বিস্তৃতভাবে বর্ণনা করেছেন।
এখানে প্রকাশিত হল তার সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব - শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।
পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন