স্টার্ট-আপের চ্যালেঞ্জ মেনে নিয়েই শরিফুল তার স্ট্রীমিং প্ল্যাটফর্ম 'লাগ ভেলকি' নিয়ে এগিয়ে যাচ্ছেন

Pitch at UTS.jpeg

Md Shariful Islam is a film studies student at Macquarie University. Credit: Shariful Islam

শরিফুল ইসলাম শাওন ম্যাকুয়ারি ইউনিভার্সিটির মাস্টার্স অফ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির শিক্ষার্থী। ছাত্রাবস্থায়ই তিনি গড়ে তুলেছেন 'লাগ ভেলকি' নামের একটি ওটিটি প্লাটফরম।


স্বাধীন চলচ্চিত্র নির্মাণ ও চর্চ্চাকে আরও এগিয়ে নিতে চান শরিফুল ইসলাম শাওন। তিনি মনে করেন, অন্যান্য স্টার্ট-আপের মতো তার স্ট্রীমিং প্ল্যাটফর্মটির জন্য আছে নানা চ্যালেঞ্জ।

এ সত্ত্বেও স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'লাগ্ ভেলকি' নিয়ে এগিয়ে যেতে চান শরিফুল। এসবিএস বাংলার সাথে তার প্রকল্প নিয়ে উচ্চাশা আরও বিস্তৃতভাবে বর্ণনা করেছেন।

এখানে প্রকাশিত হল তার সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব - শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে
প্রথম পর্বটি শুনতে

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং 
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন 
চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 


Share