অস্ট্রেলিয়ায় শিশুর টিকাদান প্রক্রিয়া: অভিভাবকদের যা জানা প্রয়োজন

Australia Explained - Child Immunisation

Any vaccine given to children in Australia has been approved by the Therapeutics Goods Administration. Credit: Science Photo Library - IAN HOOT/Getty Images

আপনি জানেন কি, প্রতি পাঁচটির মধ্যে একটি শিশু এমন রোগে মারা যাওয়ার ঝুঁকি থাকে, যা এখন টিকা দিয়ে প্রতিরোধ করা যায়? অস্ট্রেলিয়ার টিকাদান কর্মসূচি শিশুদের অনেক ধরনের সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে। পরিবারিক সহায়তা ভাতা এবং কিছু স্টেটে চাইল্ড কেয়ার সেবা পাওয়ার জন্য, আপনার শিশুকে জাতীয় কর্মসূচি অনুসারে টিকাদান সম্পন্ন করতে হবে।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • জাতীয় টিকাদান কর্মসূচির অধীনে, স্বাস্থ্য ও বয়স্কসেবা বিভাগ ২০ বছর বয়স পর্যন্ত শিশু এবং তরুণ প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে টিকা সরবরাহ করে
  • অস্ট্রেলিয়ায় জাতীয় পর্যায়ে ‘No Jab, No Pay’ এবং স্টেট পর্যায়ে ‘No Jab, No Play’ নীতিমালা অনুসারে শিশুদের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় সম্পূর্ণ টিকা দিতে হয়
  • বাবা-মায়ের জন্য এটা খুবই জরুরি যে তারা যেন তিরস্কারের ভয় ছাড়াই নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন

অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন-এর এই পর্বে অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য টিকাদানের নিয়মগুলো নিয়ে একটি প্রতিবেদন।

বিশেষজ্ঞরা বলেন, আপনার শিশুকে টিকা দেওয়া মানে কেবল তাকে সুরক্ষিত রাখে নয়, বরং তার চারপাশের সকলের জন্যও উপকার বয়ে আনা।

শিশুদের টিকাদানের নিয়ম একেক দেশে একেক রকম হয়ে থাকে। অস্ট্রেলিয়ায় জাতীয় পর্যায়ে ‘No Jab, No Pay’ এবং স্টেট পর্যায়ে ‘No Jab, No Play’ নীতিমালা অনুসারে শিশুদের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় সম্পূর্ণ টিকা দিতে হয়। তা না হলে পরিবারিক সহায়তা ভাতা বা চাইল্ড কেয়ার সুবিধা পাওয়া যায় না।
Australia Explained - Child Immunisation
Measles is the most transmissible childhood infection. But when a community has high vaccination coverage, herd immunity can be achieved. Source: Moment RF / Witthaya Prasongsin/Getty Images
শিশুদের টিকা দেওয়ার নীতি দেশভেদে ভিন্ন হতে পারে, তবে চিকিৎসাগত কারণ সবক্ষেত্রে এক রকম, অর্থাৎ, টিকাদান কর্মসূচি শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে রক্ষা করার জন্যই তৈরি করা হয়েছে।

ধারণা করা হয়, টিকা না দেওয়া হলে, পাঁচটির মধ্যে একটি শিশু এমন রোগে মারা যেত, যা এখন আর সমাজে তেমন দেখা যায় না।

ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েট প্রফেসর কেটি অ্যাটওয়েল ব্যাখ্যা করেন যে টিকাদান ও সংক্রমক রোগের সম্পর্কই টিকাদানকে সরকারী নীতিতে পরিণত করেছে।

প্রফেসর অ্যাটওয়েল আরও বলেন,
শিশুদের টিকাদান কর্মসূচি শুধু তাদেরই নয়, আশপাশের ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরও মারাত্মক রোগ থেকে রক্ষা করে।
 এর মধ্যে রয়েছে নবজাতক শিশু, কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পম্ন প্রাপ্তবয়স্ক এবং ক্যানসারের চিকিৎসা নিচ্ছে এমন শিশুরা।
Australia Explained - Child Immunisation
Portrait of Aboriginal schoolteacher and boys and girls sitting at picnic table on lunch break Credit: JohnnyGreig/Getty Images
অ্যাসোসিয়েট প্রফেসর ফিলিপ ব্রিটন, যিনি সিডনি বিশ্ববিদ্যালয়ে শিশু ও কিশোর স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তিনি জানান,
অস্ট্রেলিয়ার টিকাদান কর্মসূচি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যা শিশুদের সাধারণ সংক্রমণ থেকে রক্ষা করে। যেগুলো আগে গুরুতর রোগের কারণ হতো এবং এখনো পৃথিবীর কিছু অঞ্চলে এদের প্রাদুর্ভাব রয়েছে।
জাতীয় টিকাদান কর্মসূচির অধীনে, স্বাস্থ্য ও বয়স্কসেবা বিভাগ ২০ বছর বয়স পর্যন্ত শিশু এবং তরুণ প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে সরবরাহ করা সুপারিশকৃত টিকা দেওয়ার একটি কর্মসূচী প্রনয়ন করেছে।

এই কর্মসূচির অর্থায়নে পরিচালিত সমস্ত ভ্যাকসিন ফেডারেল 'নো জাব, নো পে' নীতির অধীনে পারিবারিক সহায়তা প্রদানের নীতির সাথে ‍যুক্ত।

 এর মানে হলো, অভিভাবকরা টিকাদান সময়সূচি মেনে না চললে, তারা ফ্যামিলি ট্যাক্স ব্যানিফিট এবং চাইল্ড কেয়ার ভর্তুকি পাওয়ার জন্য যোগ্য হবে না, যা চাইল্ড কেয়ারের মোট খরচের ২০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত কভার করে।
Australia Explained - Child Immunisation
Child immunisation also protects vulnerable members of the child’s environment, including newborn babies and immune-compromised patients. Source: Moment RF / Alan Rubio/Getty Images
মিস্টার বট আরও জানান, সার্ভিস অস্ট্রেলিয়াকে আপনার সন্তানের টিকা দেওয়ার কোনও প্রমাণ সরবরাহ করার দরকার নেই, কারণ আপনি যখন অর্থ প্রদানের আবেদন করেন তখন তারা স্বয়ংক্রিয়ভাবে এই তথ্য পেয়ে যায়।
অস্ট্রেলিয়ান ইমিউনাইজেশন রেজিস্টার একটি জাতীয় ডেটাবেস, যেখানে অস্ট্রেলিয়ায় দেওয়া সব টিকার তথ্য সংরক্ষণ করা হয়। এটি জাতীয় টিকাদান কর্মসূচি, স্কুল প্রোগ্রাম বা বেসরকারি টিকা প্রদানকারীর মাধ্যমে দেওয়া টিকাগুলির রেকর্ড রাখে।

এই রেজিস্টার স্বয়ংক্রিয়ভাবে আপনার মেডিকেয়ারের সাথে যুক্ত থাকে এবং কেবল স্বীকৃত টিকা প্রদানকারী, যেমন জেনারেল প্র্যাকটিশনার (GP) বা কমিউনিটি হেলথ সেন্টার, এটি আপডেট করতে পারে।

যদি আপনার সন্তানের বিদেশের টিকাদানের ডকুমেন্টস ইংরেজি ছাড়া অন্য ভাষায় থাকে, তাহলে সার্ভিসেস অস্ট্রেলিয়া তা আপনার জন্য অনুবাদ করে দেবে।

‘নো জ্যাব, নো প্লে’ নীতির অধীনে টিকাদান বাধ্যতামূলক, যা চাইল্ডকেয়ার, ডে কেয়ার এবং কিন্ডারগার্টেনসহ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর রয়েছে।

মা-বাবাদের উচিত তাদের স্টেট বা অঞ্চলে এ বিষয়ে কী নিয়ম প্রযোজ্য তা যাচাই করা, কারণ এই নীতিগুলো এলাকাভেদে ভিন্ন হতে পারে।
Australia Explained - Child Immunisation
If your child has a complex medical condition, you can discuss their immunisation options with a trusted medical professional. Credit: The Good Brigade/Getty Images
অধ্যাপক ব্রিটনের ব্যাখ্যা অনুসারে, চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিছু কিছু ক্ষেত্রে শিশুদের টিকা দেওয়া উপযুক্ত নয়।

টিকা থেকে মেডিকেল এক্সামসানের জন্য কড়া নিয়ম-কানুন রয়েছে, এবং কেবল স্বীকৃত টিকা প্রদানকারীরাই কোনও শিশুকে ভ্যাকসিন থেকে বিরত থাকা উচিত কিনা তা মূল্যায়ন ও প্রত্যয়ন করতে পারে।

প্রফেসর অ্যাটওয়েল বলেন, যারা শিশুর টিকা নিয়ে চিন্তিত বা যাদের প্রশ্ন আছে, তারা প্রমাণ-নির্ভর তথ্যের জন্যওয়েবসাইটটি দেখতে পারেন। এটি অস্ট্রেলিয়ার এর অধীনে পরিচালিত হয়।

শিশুর টিকা নিয়ে কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলার সময় বাবা-মায়ের জন্য এটা খুবই জরুরি যে তারা যেন তিরস্কারের ভয় ছাড়াই নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং পরামর্শের জন্য 'অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন' পডকাস্ট সাবস্ক্রাইব করুন বা ফলো করুন।

আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চাইলে-তে আমাদের একটি ইমেল পাঠান।
এসবিএস বাংলার আরও  শুনতে ভিজিট করুন আমাদের 
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 

পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন  চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 


Share