ভিক্টোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন: নির্বাচিত হলে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক মন্দা দূর করতে সাহায্য করবেন মাজহারুল

Melbourne City

Melbourne City Source: SBS/Trinh Le

অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছে।শুধু সামাজিক কর্মকান্ড নয় অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে ও অনুপ্রবেশ ঘটছে। ফেডারেল কিংবা স্টেট নির্বাচনে এই অংশগ্রহণ দেখা গেছে । তবে এবার ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লোখযোগ সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন। আমরা কথা বলেছি অনেকের সাথে। ভিক্টোরিয়ার মালগ্র্যাভ ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাজহারুল চৌধুরী মাজ। এসবিএস বাংলাকে তিনি জানাচ্ছেন তার নির্বাচনী ভাবনার কথা ।


মাজহারুল চৌধুরী মাজ ,দীর্ঘ সময়ে মেলবোর্নে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত Bengali Language and Cultural School-এর সাবেক প্রেসিডেন্ট, Bangladesh Samity-এর অন্যতম প্রতিষ্ঠাতা, এছাড়া  Western Region Bangla School এর প্রতিষ্ঠাতা রূপকার।বর্তমানে তিনি Australia Bangladesh Association (ABA) Inc, Victoria-এর প্রেসিডেন্ট। 
Mazharul Chy Maz
Mazharul Chy Maz Source: Mazharul Chy Maz
মাজহারুল চৌধুরী মাজের পুরো সাক্ষাতকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন । 

আরও দেখুনঃ 

Share