মাস্টার শায়ান ইয়াসার জামানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়। এরপর, ক্রিস ফুচার-কোলসের নেতৃত্বে সেলফ ডিফেন্স-স্টে সেফ অস্ট্রেলিয়া শো প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রথম প্রজন্মের ছয় জন সফল নারীকে কমিউনিটিতে তাদের অবদান ও কঠোর পরিশ্রমের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মাননীয় স্কট ফার্লো এমএলসি, ডেপুটি মেয়র রাচেল হারিকা, প্রাক্তন এমপি ওয়েন্ডি লিন্ডসে এবং লিবারেল উইমেনস কাউন্সিলের সভাপতি বেরেনিস ওয়াকার বক্তৃতা করেন এবং মনোনীত সফল নারীদের ক্রেস্ট প্রদান করেন। এরা হলেন, ডাক্তার নাহিদ সায়মা, ডাক্তার রোকেয়া ফকির কেয়া, ডাক্তার নাজমুন নাহার, ডাক্তার লাভলী রহমান, ডাক্তার রুম্মানা আফরিন, ও তাসলিমা রহমান মুমু। এই ধরনের স্বীকৃতি নারীদেরকে তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে বিশেষ অতিথিরা আশা ব্যক্ত করেন।
সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন ডাক্তার ফাবিহা সিদ্দিক, নাবিলা আফ্রিদা স্রোতস্বিনী এবং মিঠু।
অনুষ্ঠানে প্রথম প্রজন্মের ছয় জন সফল নারীকে কমিউনিটিতে তাদের অবদান ও কঠোর পরিশ্রমের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরা হলেন, ডাক্তার নাহিদ সায়মা, ডাক্তার রোকেয়া ফকির কেয়া, ডাক্তার নাজমুন নাহার, ডাক্তার লাভলী রহমান, ডাক্তার রুম্মানা আফরিন, ও তাসলিমা রহমান মুমু। ছবিতে, ডা. নাহিদ সায়মার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনির কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। Source: Supplied / Women's Council Australia Inc.
উইমেন কাউন্সিল অস্ট্রেলিয়া ইনক গত কয়েক বছর ধরে নারী দিবসে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন কাউন্সিলর মাসুদ খলিল, ডেপুটি মেয়র-ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল এবং রিজওয়ান চৌধুরী, প্রাক্তন MLC প্রার্থী NSW পার্লামেন্ট। অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন কমিউনিটির প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন, যাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, সাংগঠনিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবীরাও ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উইমেন’স কাউন্সিল অস্ট্রেলিয়া ইনক এর প্রেসিডেন্ট সাজেদা আক্তার সানজিদা এবং উপস্থাপনায় ছিলেন হেমা জোয়ার্দার।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয় ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
প্রেস বিজ্ঞপ্তি
READ MORE
এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS