বাংলাদেশী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে লাকেম্বার একদল যুবক

Lakemba food sharing

Source: Supplied

কোভিড-১৯ এর এই মহামারীর সময় চাকুরী হারিয়ে বেকার হয়েছেন অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী। এর মধ্যে রয়েছে অনেক বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীরা। তাদের পাশে দাড়িয়েছে বাঙালি অধ্যুষিত লাকেম্বার একদল যুবক তারা প্রতি দিন রান্না করা খাবার দিচ্ছেন ঐসব শিক্ষার্থীদের। ফুড শেয়ারিং এই নামের একটি প্রকল্প চালু করেছেন তারা। এস বি এস বাংলার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন আল নোমান শামীম । আল নোমান শামীমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।



Share