ডঃ মোবাশ্বার হাসান অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করেছেন যেটির ফোকাস ছিল পলিটিক্যাল সায়েন্স এন্ড গভর্নমেন্ট। তিনি সাংবাদিক হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন।
বর্তমানে তিনি ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান এন্ড ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভের একজন এডজাঙ্ক ফেলো। ডঃ হাসান তিনি এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তার লেখা ও গবেষণার বিষয়গুলো নিয়ে।ডঃ মোবাশ্বার হাসানের পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
Dr Mobashar Hasan, Adjunct Fellow, University of Western Sydney Source: Dr Mobashar Hasan
আরো দেখুন: