একবার সুস্থ হয়ে উঠলেও আবার কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়: ডাক্তার আসাদ শামস

AAP

Source: AAP

প্রথম একবার কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে সুস্থ হওয়ার পর দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু, দ্বিতীয় সংক্রমণে ভাইরাসের জেনেটিক গঠন কি ভিন্ন থাকে নাকি একই উপসর্গ থাকে? সম্প্রতি হংকং এ এক ব্যক্তি দ্বিতীয়বার সংক্রমিত হয়েছেন। এ নিয়ে চিকিৎসা বিজ্ঞানে জোর গবেষণা হচ্ছে। অর্থাৎ, দ্বিতীয়বার ছিল করোনাভাইরাসের সামান্য পরিবর্তিত স্ট্রেইন। একবার অ্যান্টিবডি তৈরি হলে তার কি পরিবর্তন হয়? এসব কিছু নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডাক্তার আসাদ শামস, যিনি পেশায় একজন চিকিৎসক এবং কোভিড-১৯ নিয়ে অনেক পড়াশুনা করছেন। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


Dr Asad Shams
Dr Asad Shams Source: Dr Asad
Follow SBS Bangla on .

Share