এসবিএস বাংলা শীর্ষ খবর: ৬ জানুয়ারি, ২০২৫

Israel Palestinians

Relatives of Mohammed Al Mabhouh,15, who was killed by the Israeli bombardment of the Gaza Strip, mourn over his body at Al-Aqsa Martyrs Hospital in Deir al-Balah, Sunday, Jan. 5, 2025. (AP Photo/Abdel Kareem Hana) Source: AP / Abdel Kareem Hana/AP

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর
  • ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান গতকাল সন্ধ্যায় মেলবোর্ন বিমানবন্দর থেকে উড্ডয়নে ব্যর্থ হয়, তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
  • ইসরায়েলি হামলায় গাজায় শুধুমাত্র গত তিন দিনে প্রায় ২০০ জন নিহত হয়েছে।
  • বাংলাদেশের একজন শীর্ষ আমলাকে নিয়ে একটি ইউটিউব চ্যানেল ও নিউজ পোর্টালের এক প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট বলে নাকচ করেছে দেশটির প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
 পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 

Share