প্রযুক্তির বিবর্তনের কথা মাথায় রেখেই স্কুল শিক্ষার্থীদের কোডিং এবং রোবোটিক্সের প্রশিক্ষণ দেয়া প্রয়োজন: রুবেল রহমান

Rubel Rahman with CodingPro Education Management Team

Rahman with CodingPro Education Management Team Source: Rubel Rahman

প্রযুক্তির বিবর্তনে গভীর আগ্রহ এবং ভবিষ্যত প্রযুক্তি শিক্ষার রূপটি কেমন হতে পারে এই উপলব্ধি থেকে মিঃ রুবেল রহমান প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ শুরু করেছেন। তার মূল লক্ষ্য স্কুল শিশুদের কোডিং এবং রোবোটিকস বিষয়ে প্রশিক্ষিত করে তোলা যাতে তারা মূলধারার শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ভিত্তিক শিক্ষা লাভ করে।


কোডিং এবং রোবোটিকস শিক্ষাগুলো কেন শিশুদের দেয়া প্রয়োজন তা জানতে আজ আমাদের সাথে কথা বলেছেন কোডিং প্রো এডুকেশনের সিইও মিঃ রুবেল রহমান।


 

গুরুত্বপূর্ণ দিকগুলো

  • ইনফরমেশন টেকনোলজিতে বিশেষ করে 'স্টেম ডিসিপ্লিনে' কোডিং এবং রোবোটিক্স বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হয়ে উঠেছে, বিষয় দুটি একে অপরের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত।
  • প্রযুক্তির বিবর্তনে বিশ্ব এখন অটোমেশনের দিকে যাচ্ছে, আর এই প্রেক্ষিতে কোডিং এবং রোবোটিক্স সম্পর্কে পেশাদার শিক্ষা অত্যাবশ্যক হয়ে উঠেছে।
  • অটোমেশনের প্রভাবে এখনকার অনেক পেশাই হারিয়ে যাবে, যুক্ত হবে নতুন পেশা।
Rubel Rahman
Rubel Rahman Source: Rubel Rahman
মিঃ রুবেল রহমান বলেন, শিক্ষার্থীরা যদি স্কুল থেকেই কোডিং এবং রোবোটিক্স শিখতে পারে তবে ইউনিভার্সিটিতে গিয়ে তাদের জন্য এটি আরো সহজ হবে, এর ফলে তারা 'কম্পিটিটিভ অ্যাডভান্টেজ' পাবে।

"মেইনস্ট্রিম শিক্ষা ব্যবস্থার ফ্রেমওয়ার্ক অনেকটা একই আছে, কিন্তু বাস্তব জগতে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে খুবই দ্রুত।"

তিনি বলেন, আজকে যেমন কম্পিউটার ব্যবহার সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কয়েক দশক পর প্রযুক্তি এতোই এগিয়ে যাবে যে কোডিং এবং রোবোটিক্স জ্ঞান থাকাটাও সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে।

মিঃ রহমান বলেন, ভবিষ্যতের কথা ভেবেই স্কুল শিক্ষার্থীদের কোডিং এবং রোবোটিক্স বিষয়ে প্রশিক্ষিত করে তোলা প্রয়োজন।

রুবেল রহমানের পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

আরো দেখুনঃ




Share