অস্ট্রেলিয়ার করোনাভাইরাস ভ্যাকসিন কর্মসূচি শুরু, প্রথম ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে যাওয়া একজন বর্ষীয়ান নারী

Coronavirus, COVID-19, NACA Feature, COVID-19 Vaccine,

Australian Prime Minister Scott Morrison joins Aged care resident Jane Malysiak (left) as she receives the first Codid-19 vaccine in Australia Source: AAP

প্রধানমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়ায় যারা প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন নিলেন তাদের মধ্যে অন্যতম। সিডনির একটি মেডিকেল সেন্টারে ফাইজার ভ্যাকসিন দেয়ার নির্দিষ্ট সময়সূচির ২৪ ঘন্টা আগে এটি শুরু হলো।


প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাথে গতকাল সকলের আনন্দধ্বনির মধ্যে ৮৪ বছর বয়সী এজড কেয়ার বাসিন্দা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বেঁচে যাওয়া জেন মালিশিয়াক করোনাভাইরাস ভ্যাকসিন নিলেন অস্ট্রেলিয়ার প্রথম ব্যক্তি হিসেবে।

অস্ট্রেলিয়ার COVID-19 টিকাদান কর্মসূচির রোলআউট একটি চমকপ্রদ ঘোষণা দিয়ে শুরু হয়েছিল, বলা হয়েছিল যে প্রথম শটগুলো সময়সূচির একদিন আগে শুরু হবে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন যে তিনি নিজেও এই ভ্যাকসিনের সুরক্ষার প্রতি আস্থা প্রদর্শন করতে ভ্যাকসিন নিয়েছেন।

ফেইজ ওয়ান এ ভ্যাকসিনেশন আজ ২২ ফেব্রুয়ারি থেকে পুরোপুরি শুরু হতে চলেছে ফাইজার ভ্যাকসিনের ১.৪ মিলিয়ন ডোজ দিয়ে, অগ্রাধিকার পাচ্ছেন হোটেল কোয়ারেন্টিন কর্মী, ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মীরা; এবং আগামী সপ্তাহগুলিতে পাবেন এজড কেয়ার স্টাফ এবং বাসিন্দারা।

চিফ নার্সিং অ্যান্ড মিডওইফরি অফিসার অ্যালিসন ম্যাকমিলান বলেছেন যে স্বাস্থ্যসেবা কর্মীদের এই ভ্যাকসিনে আস্থা রাখা গুরুত্বপূর্ণ।

মিঃ মরিসন বলেছেন, ভ্যাকসিন নেয়ার বিষয়টি সকলের ইচ্ছাধীন এবং যে কোন ভ্যাকসিন নিয়ে দ্বিধাদ্বন্দের উদ্বেগ কাটাতে জনস্বাস্থ্যের বিজ্ঞাপন প্রচারে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেছেন, চিফ হেলথ অফিসারদের পরামর্শের ভিত্তিতে এই ভ্যাকসিনের রোলআউটকে সমন্বিত করার জন্য ফেডারেল সরকার রাজ্য ও অঞ্চলগুলির সাথে কাজ করছে।

ফেব্রুয়ারি ২২ থেকে কুইন্সল্যান্ডে টিকা দেওয়া শুরু হবে, প্রথম গ্রূপে আগামী ছয় সপ্তাহের মধ্যে এই রাজ্যে ১২৫,০০০ বাসিন্দা ভ্যাকসিন নেবেন।

কুইন্সল্যান্ডের চিফ হেলথ অফিসার জ্যানেট ইয়ং বলেছেন, রাজ্য সরকার হোটেল কোয়ারেন্টিন কর্মীদের এবং সরাসরি সম্মুখভাগের স্বাস্থ্যসেবা কর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করবে, এবং ফেডারাল সরকার বয়স্ক ও প্রতিবন্ধীদের আবাসিক কেন্দ্রগুলোর জন্য টিকা দেবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ছয় সপ্তাহের পরে আরও কুইন্সল্যান্ডারদের টিকা দেওয়া হবে।

ইসরায়েলের ভ্যাকসিনেশন রোলআউটের তথ্য থেকে দেখা যায় যে ফাইজার ভ্যাকসিনের দুটি ডোজ সংক্রমণের বিরুদ্ধে প্রায় ৯৬ শতাংশ কার্যকর।

ইসরায়েলের টিকাদান কর্মসূচী বিশ্বের দ্রুততম হিসাবে বিবেচনা করা হয়, ডিসেম্বরে রোলআউট হওয়ার পরে এর জনসংখ্যার ৪৬ শতাংশ ইতিমধ্যে একটি করে টিকার ডোজ নিয়ে ফেলেছে। এবং বত্রিশ শতাংশ বা ২.৮৮ মিলিয়ন মানুষ ইতিমধ্যে দুটি ডোজ নিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে যে এটির তথ্য থেকে আরো দেখা যায় যে ভ্যাকসিন মারাত্মক অসুস্থতার বিরুদ্ধে ৯৯.২ শতাংশ কার্যকর এবং মৃত্যু রোধে ৯৮.৯ শতাংশ কার্যকর।

অস্ট্রেলিয়া সরকারের চিফ মেডিকেল অফিসার পল কেলি বলেছেন, লক্ষ্যটি হচ্ছে ভ্যাকসিনের ব্যাপক গ্রহণযোগ্যতা নিশ্চিত করা এবং ভাইরাস থেকে মৃত্যুর সংখ্যা হ্রাস করা।

ফেসবুক অস্ট্রেলিয়ান সংবাদ পোস্ট ও শেয়ার ব্লক করে দিলে সংবাদ নয় এমন সংস্থার তথ্যও বন্ধ হয়ে গেছে, যার প্রেক্ষিতে ফেডারাল সরকার বলেছে যে তারা ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করোনাভাইরাস তথ্যের জন্য অর্থ খরচ করে বিজ্ঞাপন দেবে না।

কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস বা ভিক্টোরিয়ায় গতকাল পর্যন্ত কোভিড -১৯ এর নতুন কোনও স্থানীয় সংক্রমণ রেকর্ড করা হয়নি।

আপনার ভাষায় COVID-19 মহামারী সংক্রান্ত স্বাস্থ্যতথ্য এবং সহায়তা ব্যবস্থার জন্য ভিজিট করুন sbs.com.au/coronavirus

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

আরো দেখুন:



Share