আজকের শীর্ষ খবর
- অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, লেবার সরকারের ৮.৫ বিলিয়ন ডলারের বাল্ক বিলিং তহবিল বৃদ্ধির বিষয়টি প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছুবে কি না, তা নিশ্চিতভাবে বলা কঠিন।
- এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে প্রায় এক মিলিয়ন ডলার জরিমানা করেছে অস্ট্রেলিয়ার অনলাইন সুরক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
- শি বিলিভস টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে ম্যাটিলডাস।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।