সম্প্রতি ফ্রেশ ব্লাড উদ্যোগে অংশগ্রহণকারী ৪০০ টি দলের মধ্য থেকে দশটি সফল দলের নাম ঘোষণা করা হয়েছে। যাদের প্রত্যেককে ৫০ হাজার ডলার করে দেয়া হবে তিনটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করার জন্যে।
এই দলগুলোর একটি হচ্ছে ‘ওয়েস্টার্নারস’, যার অন্যতম সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী ও ডিজে মুনাসিব হামিদ।
'ওয়েস্টার্নার্স' দলের অন্যতম সদস্য মুনাসিব হামিদ। Source: Supplied / Munasib Hamid
মুনাসিব হামিদের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ার বাটনে ক্লিক করুন।