এবিসি ও স্ক্রিন অস্ট্রেলিয়ার ‘ফ্রেশ ব্লাড’ উদ্যোগের জন্যে নির্বাচিত হয়েছেন মুনাসিব ও তাঁর দল ‘ওয়েস্টার্নার্স'

Munasib Hamid Screen Aus.jpg

ফ্রেশ ব্লাড উদ্যোগের জন্যে নির্বাচিত হওয়া দশটি দলের অংশগ্রহণকারীদের সাথে মুনাসিব হামিদ। Source: Supplied / Munasib Hamid

বেশ কয়েক বছর ধরেই এবিসি এবং স্ক্রিন অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগ ফ্রেশ ব্লাড প্রজেক্টের মাধ্যমে নতুন নতুন প্রতিভারা উঠে আসছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক বেশ কয়েকজন প্রতিভাবান কমেডিয়ান, পরিচালক ও লেখকের যাত্রা শুরু হয়েছে এই উদ্যোগের মাধ্যমে।


সম্প্রতি ফ্রেশ ব্লাড উদ্যোগে অংশগ্রহণকারী ৪০০ টি দলের মধ্য থেকে দশটি সফল দলের নাম ঘোষণা করা হয়েছে। যাদের প্রত্যেককে ৫০ হাজার ডলার করে দেয়া হবে তিনটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করার জন্যে।

এই দলগুলোর একটি হচ্ছে ‘ওয়েস্টার্নারস’, যার অন্যতম সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী ও ডিজে মুনাসিব হামিদ।
Muna Article.jpg
'ওয়েস্টার্নার্স' দলের অন্যতম সদস্য মুনাসিব হামিদ। Source: Supplied / Munasib Hamid
তিনি বলেন, একজন ডায়াসপোরা ও ইমিগ্র্যান্ট হিসেবে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠার গল্পই তিনি তাঁর এই প্রজেক্টের মাধ্যমে সবাইকে বলতে চান।

মুনাসিব হামিদের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ার বাটনে ক্লিক করুন।

আমাদেরকে অনুসরণ করুন 


Share