বাংলা গানের ঐতিহ্য এবং চর্চ্চা অব্যাহত রাখতে চান অস্ট্রেলিয়ায় সদ্য অভিবাসী লুবাবা

Screenshot_20230810-080943_Facebook~2.jpg

Lubaba Islam is a recent immigrant from Bangladesh. Credit: Lubaba Islam

বাংলাদেশ থেকে সম্প্রতি অভিবাসী হয়ে অস্ট্রেলিয়ায় এসেছেন লুবাবা ইসলাম। নিরক্ষরেখার দক্ষিণে এই দেশটি থেকে তিনি কী অর্জন করতে পারেন তা অন্বেষণ করতে একটি অনবদ্য সঙ্গীত ক্যারিয়ার ফেলে এসেছেন তিনি।


লুবাবা ইসলাম এসবিএস বাংলার সাথে তার নতুন দেশে থাকার অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়ে কথা বলেছেন এবং ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে বসবাস করার সময় তিনি কীভাবে সঙ্গীতের প্রতি তার ভালবাসাকে বাঁচিয়ে রাখতে চান সে সম্পর্কেও কথা বলেছেন।

তার সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সিডনি থেকে এসবিএস বাংলার স্থানীয় প্রদায়ক মুনাসিব হামিদ।

পুরো সাক্ষাতকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share