বিশ্বজুড়ে যেভাবে ঈদুল ফিতর উদযাপিত হলো

Bangladesh Eid al-Fitr

Adorned horses take part in the Eid Joy procession at Sher-e-Bangla Nagar in Dhaka, Bangladesh, Monday, March 31, 2025. (AP Photo/Mahmud Hossain Opu) Source: AP / Mahmud Hossain Opu/AP

পবিত্র রমজান মাস শেষে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুসলমানরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে ঈদুল ফিতর উদযাপন করেছে। তবে, যেখানে অনেক মুসলমানরা যখন নামাজ ও ভোজের মাধ্যমে এই ঈদ উদযাপন করছেন, তখন আবার অনেকেই শুধুমাত্র টিকে থাকার জন্য লড়াই করছেন।


অস্ট্রেলিয়ায় ৮ লাখের বেশি এবং বিশ্বব্যাপী ২ বিলিয়নেরও বেশি মুসলমানের জন্য ঈদুল ফিতর একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা সাধারণত নামাজ, ভোজ এবং দান-খয়রাতের মাধ্যমে পালিত হয়।

মালয়েশিয়ার কামপুং তালাং গ্রামে ঈদের আনন্দ শুরু হয় কামান দাগানোর মাধ্যমে।

৩৭ বছর বয়সী আমার এহজান বলেন, কামান দাগানো ছাড়া ঈদুল ফিতর পূর্ণতা পায় না।

রমজান শেষ হলেই ঈদুল ফিতর শুরু হয়, তবে ইস্টারের মতো, এই উৎসবের নির্দিষ্ট কোনো তারিখ নেই।

ইসলামিক বর্ষপঞ্জি চন্দ্র মাসের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়, তাই নতুন চাঁদ দেখার মাধ্যমেই প্রতিটি মাসের শুরু হয়।

বিশ্বব্যাপী ঈদ উদযাপনের তারিখ নির্ধারণের ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে, যার ফলে কিছু সাংস্কৃতিক গোষ্ঠী দুই দিনে ঈদ উদযাপন করে।

মুসলমান অধ্যুষিত বাংলাদেশে ঈদ উদযাপিত হয় গত সোমবার ৩১ মার্চ। এদিন দেশটির বিভিন্ন স্থানে ঈদের জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

বাংলাদেশের দৈনিক প্রথম আলো প্রতিবেদন থেকে দেখা যায় যে, রাজধানী ঢাকার প্রধান ঈদের জামাতের পর সবাই যোগ দেয় এক বর্ণাঢ্য আনন্দ মিছিলে।

ঈদুল ফিতর সাধারণত নামাজের মাধ্যমে শুরু হয়।

নামাজ শুরুর আগেই মুসলিমরা যাকাতুল ফিতর দিয়ে থাকে, যা দরিদ্রদের জন্য একটি বাধ্যতামূলক দান।
Eid al-Fitr in the Philippines
Muslims conduct morning prayers to mark Eid al-Fitr at a public park in Quezon City, Metro Manila, Philippines 31 March 2025. Muslims worldwide celebrate Eid al-Fitr, a two or three-day festival at the end of the Muslim holy fasting month of Ramadan. It is one of the two major holidays in Islam. EPA/ROLEX DELA PENA Source: EPA / ROLEX DELA PENA/EPA
উত্তর ককেশাসের ইনগুশেটিয়া এবং চেচনিয়ার স্থানীয় মসজিদগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

চেচেন নেতা রমজান কাদিরভ নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করেন এবং রমজানে মুসলিমদের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে অনেক মুসলমানরা যুদ্ধ ও সংকটের মধ্যে ঈদ পালন করেছে।

আফগানিস্তানে, দেশজুড়ে মুসলমানরা মসজিদে একত্রিত হয়েছে ঈদুল ফিতর উদযাপনের জন্য।

কাবুলের বাসিন্দা মোহাম্মদ সামের বলেন, তিনি ফিলিস্তিনিদের কষ্টের অবসানের জন্য দোয়া করছেন।

কাতারে হাজার হাজার মুসল্লি একটি ফুটবল স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করেছেন।

সেখানকার বাসিন্দা ইব্রাহিম খালিল খান বলেন, তিনি আশা করেন যে বিশ্বজুড়ে মুসলিমরা শান্তিতে থাকবেন।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বুকাভুতে শত শত মানুষ একটি স্টেডিয়ামে ঈদুল ফিতর উদযাপন করেছে, যদিও অঞ্চলটি রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহী বাহিনীর দখলে রয়েছে।

সেখানে সহিংসতা বেড়ে যাওয়ার কারণে, মুসলমানদের তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিবর্তন করতে হয়েছে, যেমন নামাজের সময় এগিয়ে আনা হয়েছে।

বুকাভুর বাসিন্দা বি মারিয়াম বালাঙ্গা বলেন, তিনি অন্যদের সাথে ঈদ উদযাপন করতে পেরে কৃতজ্ঞ।

এদিকে, সুদানে মুসলমানরা ঈদের আনন্দ করেছে, মাত্র কয়েক দিন আগেই সেনাবাহিনী রাজধানী খার্তুম পুনর্দখল করেছে, যেখানে প্রতিদ্বন্দ্বী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর সাথে সংঘর্ষ চলছিল।

সুদানের যুদ্ধে কমপক্ষে ২৮,০০০ মানুষ নিহত এবং লক্ষ লক্ষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশজুড়ে শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

একটি মসজিদের ভেতর দেখা যায় সেখানে এখনো বুলেটের চিহ্ন রয়ে গেছে, স্থানীয় বাসিন্দা সালাহ মোক্তার বলেন, এই ঈদুল ফিতর উদযাপনের অনেক কারণ রয়েছে।

ফিলিস্তিনে কষ্টের মধ্যেও ঈদ উদযাপন করতে জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে প্রায় ঈদের নামাজে অংশ নিয়েছে ১,২০,০০০ মুসল্লি।

আর গাজায়, ইসরায়েলের অবিরাম হামলা এবং মানবিক সাহায্যের ওপর অবরোধের কারণে, অনেকেরই ঈদ উদযাপনের মতো কিছু নেই।
Eid al-Fitr Celebrations in Gaza
Palestinians on the day of Eid al Fitr visit the graves of their loved ones killed during the Israeli war on the Gaza Strip, Palestinian territories on March 30, 2025. Photo by Saeed Jaras/Middle East Images/ABACAPRESS.COM. Source: ABACA / Middle East Images/ABACA/PA
জাবালিয়ায়, ইনশিরাহ হানুনেহ ঈদের প্রথম দিনটি কাটাচ্ছেন তার ভাইয়ের কবরের পাশে।

আর অস্ট্রেলিয়ার সিডনিতে, মুসলিম সম্প্রদায়ের সদস্যরা অবার্নের ওমর মসজিদে ঈদের নামাজ এবং উদযাপনের জন্য একত্রিত হয়েছেন।

ওমর মসজিদের ইমাম শেখ আহমেদ কাসেম বলেন, ঈদুল ফিতর হলো সম্প্রদায়কে একত্রিত করার উৎসব।

তিনি বলেন, যদিও মুসলিমদের মধ্যে আনন্দের আবহ রয়েছে, তবে গাজার মানুষের দুঃখ-কষ্টও আমরা অনুভব করি।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 


Share