“এখানে পড়াশোনার জন্য স্বাবলম্বী হওয়া লাগে”

Eusha.jpeg

তাসমানিয়ায় ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০২৪’ অ্যাওয়ার্ড লাভ করেছেন বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থী গাজী মো. ওয়াসি উল হক ইউশা। ছবিতে তাকে তাসমানিয়ার অনারেবল ফেলিক্স এলিস এর সঙ্গে দেখা যাচ্ছে, যিনি মিনিস্টার ফর হাউজিং, প্লানিং অ্যান্ড কনজ্যুমার অ্যাফেয়ার্স; মিনিস্টার ফর পুলিস, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং মিনিস্টার ফর স্কিলস অ্যান্ড ট্রেইনিং হিসেবে কাজ করছেন। Source: Supplied / Gazi Eusha

তাসমানিয়ায় ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০২৪’ অ্যাওয়ার্ড লাভ করেছেন বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থী গাজী মো. ওয়াসি উল হক ইউশা। এসবিএস বাংলার সঙ্গে আলাপকালে বাংলাদেশের সঙ্গে এখানকার পড়াশোনার কয়েকটি দিক তুলনা করেছেন তিনি।


ইউনিভার্সিটি অব তাসমানিয়ার শিক্ষার্থী গাজী মো. ওয়াসি উল হক ইউশা বলেন, “এখানে (শিক্ষার্থীদেরকে) সেল্ফ-সাফিশিয়েন্ট হওয়া লাগে।”

তার মতে, “বাংলাদেশে যারা পড়ে তাদের অনেক ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট থাকে।”

ইউশা বলেন, তত্ত্বীয় বিষয়ে কিংবা মুখস্থ করার পরিবর্তে এখানে বাস্তবিক প্রয়োগের প্রতি বেশি জোর দেওয়া হয়।

গাজী ইউশার সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share