সতর্কতা: এই পডকাস্টে এমন কিছু বিষয় আছে যা আপনাকে বিচলিত করতে পারে এবং ইন্ডিজিনাস ও টরেস স্ট্রেইট আইল্যান্ডের জনগোষ্ঠীর যারা মৃত্যুবরণ করেছেন তাদের উল্লেখ রয়েছে।
১৩ ফেব্রুয়ারী, ২০০৮ সালে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড স্টোলেন জেনারেশনের কাছে ন্যাশনাল এপোলোজি বা জাতীয়ভাবে ক্ষমা প্রার্থনা করেন।
উনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে এবং ১৯৭০ এর দশকের আগে পর্যন্ত, আদিবাসী শিশুদের ফেডারেল, স্টেট এবং টেরিটরি আইনের অধীনে জোরপূর্বক সরিয়ে নেওয়া হতো। তাদের বাড়ি থেকে, স্কুলে যাওয়ার পথে এবং তাদের পরিবারের স্বজনদের হাত থেকে পুলিশ চুরি করে নিয়ে যেত।
শিশুদের বিভিন্ন প্রতিষ্ঠানে আটক করে রাখা হতো, যেখানে তারা কোন পারিশ্রমিক ছাড়াই গৃহস্থালি ও শারীরিক শ্রমের কাজ করতো।
এসব প্রতিষ্ঠানে হাজার হাজার শিশু শারীরিক, মানসিক, মৌখিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে, অনেকে বাঁচতে পারেনি। কোন কোন শিশুদের আদিবাসী নয় এমন পরিবারগুলো লালনপালন বা দত্তক নিতো।
তারা তাদের সংস্কৃতি, তাদের জন্মভূমি, বা তাদের মাতৃভাষা শেখার বা বলার অধিকার থেকে বঞ্চিত হতো।
১৯৬৯ সালে, এবরোজিনস প্রটেকশন এক্ট খারিজ করা হয়, যা স্টোলেন জেনারেশন বা বাচ্চাদের চুরি করে নেয়ার কাজকে আইনগতভাবে বাতিল করে।
আজ, এক তৃতীয়াংশেরও বেশি আদিবাসী মানুষ এই ইতিহাসের বংশধর।
![Aunty Lorraine Peeters at Cootamundra Girls Home..jpg](https://images.sbs.com.au/a4/4f/30fbdbb84b13addaba0e05845e3b/aunty-lorraine-peeters-at-cootamundra-girls-home.jpg?imwidth=1280)
Aunty Lorraine Peeters at the Cootamundra Girls Home. Source: Supplied / The Peeters Family
চার বছর বয়সে আন্টি লরেন চুরি হয়ে গিয়েছিলেন। তিনি এবং তার আট ভাইবোনকে ১৯৪২ সালে উত্তর-পশ্চিম নিউ সাউথ ওয়েলসের ব্রেয়ারিনা মিশন থেকে নেওয়া হয়েছিল।
তার ভাইদের কিনচেলা আদিবাসী বয়েজ হোমে এবং তাকে এবং তার বোনদের ৮০০ কিলোমিটার দূরে কুটমুন্দ্রা আদিবাসী মেয়েদের জন্য ডোমেস্টিক ট্রেনিং হোমে নিয়ে যাওয়া হয়েছিল - এটি ছিল তাদের বাড়ি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে।
তিনি তার পরিচিতির প্রতি ভালবাসা বজায় রাখতে লড়াই করেছিলেন।
আন্টি লরেন একজন গর্বিত গ্রান্ডমাদার এবং গ্রেট-গ্রান্ডমাদার। তার নাতনী, মেগান জেরার্ড কুটা গার্লস অ্যাবোরিজিনাল কর্পোরেশন-এ কাজ করেন - এটি একটি সংস্থা যা বেঁচে থাকাদের জন্য এবং ট্রুথ টেলিং-এর পক্ষে কাজ করে।
১৯৯৭ সালে, তাদের পরিবার থেকে আদিবাসী শিশুদের অপসারণের তদন্ত করে ফেডারেল পার্লামেন্টে ব্রিঙ্গিং দেম হোম রিপোর্ট পেশ করা হয়েছিল।
এটি এক দশক পরে ন্যাশনাল এপলজির পথ প্রশস্ত করেছে।
শানান ডডসন হলেন ইয়াউরু নারী এবং স্টোলন জেনারেশনস সারভাইভারদের জাতীয় শীর্ষ সংস্থা হিলিং ফাউন্ডেশনের সিইও৷
তিনি বলেন, বহু বছর ধরে অনেকেই এই ইতিহাসকে উপেক্ষা বা অস্বীকার করার চেষ্টা করেছেন।
স্টোলন জেনারেশন হয়েছে প্রায় ৬০ বছর আগে, কিন্তু এর প্রভাব অনেক আদিবাসী পরিবারের জন্য রয়ে গেছে।
২০২৩ সালে বাড়ির বাইরের যেসব অস্ট্রেলিয়ানরা হেফাজতে থাকে তাদের মধ্যে ৪২ শতাংশ শিশু ছিল আদিবাসী। আদিবাসী এবং টরেস স্ট্রেইট আইল্যান্ডার শিশুরাও আদিবাসী নয় এমন শিশুদের তুলনায় ১০.৫ গুণ বেশি সেই ব্যবস্থাপনায় স্থান পায়।
যদি এই পর্বটি আপনাকে বা আপনার পরিচিত কারো মানসিক কষ্টের কারণ হয়ে থাকে, অনুগ্রহ করে লাইফলাইন-এর 13 11 14 নম্বরে বা ইন্ডিজিনাস এবং টরে' স্ট্রেইট আইল্যান্ডার সংকট সহায়তা লাইন 13YARN বা 13 92 76-এ কল করুন।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।