বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা হুমাইরা বিলকিস নির্মিত থিংস আই কুড নেভার টেল মাই মাদার চলচ্চিত্রটি সম্প্রতি ইউনিভার্সিটি টেকনোলজি সিডনির উদ্যোগে প্রদর্শিত হয়েছে।
নির্মাতা হুমাইরা বিলকিস তার এই ছবিটি নিয়ে কথা বলেছেন আমাদের সাথে এবং সাক্ষাৎকারে আরও যুক্ত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা-গবেষক এবং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মিডিয়া এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর ড. ইমরান ফিরদাউস।
শিক্ষক-গবেষক ড. ইমরান ফিরদাউস স্বাধীন ধারার চলচ্চিত্র বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছানোর বিষয়ে বলেন, "আমরা এখন যে অর্থে সিনেমা সংস্কৃতিকে দেখি সেখানে ক্রিয়েটিভ ইকোনমি, ইন্ডাস্ট্রি বা প্র্যাক্টিস - এই তিন ধারণার কোনটার সাথেই সম্পর্ক নেই।"
তাছাড়া এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সাথে অর্থনৈতিক ভবিষ্যৎও যুক্ত; এ প্রসঙ্গে ইমরান বলেন, এখানে যদি অর্থনৈতিক ক্ষেত্রে নিশ্চয়তা যুক্ত করা প্রয়োজন, যেখানে রাষ্ট্র ও সরকার সরাসরি ভূমিকা রাখতে পারে।
"এছাড়া, নিয়মিত চলচ্চিত্র দর্শকদের মধ্যে নারীরা একটি বড় অংশ - শিল্প ও বিনোদন হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতির বেহাল দশার অন্যতম বড় কারণ (সিনেমা হলে) নারী দর্শকের অনুপস্থিতি", বলেন তিনি।
চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস দর্শকদের সিনেমা-পছন্দের বৈচিত্র্য প্রসঙ্গে বলেন, "দেশে নানা রকমের সিনেমা হতে হবে, তবে আমাদের মত দেশগুলোতে ওই অবস্থা তৈরী হয়েছে কীনা সেটাও একটা প্রশ্ন।"
"এছাড়া সিনেমার দর্শকভেদে কিউরেশনটাও গুরুত্বপূর্ণ," বলেন তিনি।
হুমায়রা বলেন, যেখানে দেশের বাণিজ্যিক সিনেমাগুলোই হুমকির মুখে সেখানে স্বাধীন ধারার চলচ্চিত্রের উপর চাপ না দিয়ে পুরো সিনেমা শিল্প বিষয়ে সামগ্রিকভাবে চিন্তাভাবনা করা জরুরী।
"তবে স্বাধীন ধারার চলচ্চিত্রের জন্য, বিশেষ করে বাইরের দেশে, টেলিভিশন বা ভিওডি (ভিডিও অন ডিমান্ড) একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম," বলেন তিনি।
হুমায়রা বিলকিস ও ড. ইমরান ফিরদাউস-এর সাথে আলাচারিতার তৃতীয় পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন